1. سورةالفاتحه المكيه- সুরা আল-ফাতিহা
![]() |
সূরা ফাতিহা |
(1 ) بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ
অনুবাদঃ পরম করুণাময় অতি দয়ালু আল্লাহর নামে।
(2 ) الْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ
সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি সৃষ্টিকুলের রব।
(3 ) الرَّحْمَنِ الرَّحِيمِ
যিনি পরম করুণাময় অতি দয়ালু।
(4 ) مَالِكِ يَوْمِ الدِّينِ
যিনি প্রতিফল দিবসের মালিক।
(5) إِيَّاكَ نَعْبُدُ وَإِيَّاكَ نَسْتَعِين
আপনারই আমরা ইবাদাত করি এবং আপনারই নিকট আমরা সাহায্য চাই।
(6 ) اهْدِنَا الصِّرَاطَ الْمُسْتَقِيمَ
আমাদেরকে সরল সঠিক পথ প্রদর্শন কর ও তার প্রতি অটুট থাকার তাওফীক দান কর।
(7 ) صِرَاطَ الَّذِينَ أَنْعَمْتَ عَلَيْهِمْ غَيْرِ الْمَغْضُوبِ عَلَيْهِمْ وَلَا الضَّالِّينَ
তাদের পথ, যাদের প্রতি আপনি অনুগ্রহ করেছেন। তাদের পথে নয়, যাদের প্রতি আপনার গযব বর্ষিত হয়েছে, তাদের পথও নয় যারা পথভ্রষ্ট হয়েছে। আমীন!!
[সূচিপত্রে পিরের যান / প্রথম পৃষ্ঠায় পিরের যান]
[সূচিপত্রে পিরের যান / প্রথম পৃষ্ঠায় পিরের যান]
No comments