Thursday, May 5, 2022

৩৩। তাওয়াক্কুল বা আল্লাহর উপর ভরসা

তাওয়াক্কুল বা আল্লাহর উপর ভরসা 


১। আল্লাহ তাআলা এরশাদ করেছেন,


وَعَلَى اللَّهِ فَتَوَكَّلُوا إِنْ كُنْتُمْ مُؤْمِنِينَ ﴿المائدة: ২৩﴾


‘‘তোমরা যদি মুমিন হয়ে থাকো, তাহলে একমাত্র আল্লাহর উপরই ভরসা করো।’’ (মায়েদা : ২৩)


২। আল্লাহ তাআলা আরো এরশাদ করেছেন,


إِنَّمَا الْمُؤْمِنُونَ الَّذِينَ إِذَا ذُكِرَ اللَّهُ وَجِلَتْ قُلُوبُهُمْ. (الانفال: ২)


‘‘একমাত্র তারাই মোমিন যাদের সামনে আল্লাহর কথা স্মরণ করা হলে তাদের অন্তরে ভয়ের সঞ্চার হয়।’’ (আনফাল . ২)


وَمَنْ يَتَوَكَّلْ عَلَى اللَّهِ فَهُوَ حَسْبُهُ. (الطلاق: ৩)


‘‘ যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে তার জন্য আল্লাহ তাআলাই যথেষ্ট।’’ (সূরা তালাক . ৩)


৪। ইবনে আববাস (রাঃ) থেকে বর্ণিত আছে, তিনি বলেন,


حسبنا الله ونعم الوكيل এ কথা ইবরাহীম (আঃ) তখন বলেছিলেন, যখন তাঁকে অগ্নিকুন্ডে নিক্ষেপ করা হয়েছিলো। আর মুহাম্মদ (স:) একথা বলেছিলেন তখন, যখন তাঁকে বলা হলো,


الَّذِينَ قَالَ لَهُمُ النَّاسُ إِنَّ النَّاسَ قَدْ جَمَعُوا لَكُمْ فَاخْشَوْهُمْ فَزَادَهُمْ إِيمَانًا .


‘‘লোকেরা আপনাদের বিরুদ্ধে এক শক্তিশালী বাহিনী জড়ো করেছে। অতএব তাদেরকে ভয় করুন। তখন তাঁদের ঈমান আরো বৃদ্ধি গেলো’’। (আল-ইমরান: ১৭৩)।


এ অধ্যায় থেকে নিম্নোক্ত বিষয়গুলো জানা যায় . 


১। আল্লাহর উপর ভরসা ফরজ।


২। আল্লাহর উপর ভরসা করা ঈমানের শর্ত।


৩। সূরা আনফালের ২নং আয়াতের ব্যাখ্যা।


৪। আয়াতটির তাফসীর, শেষাংশেই রয়েছে।


৫। সূরা তালাকের ৩ নং আয়াতের তাফসীর।


৬। حسبنا لله نعم الوكيل কথাটি ইবরাহীম (আঃ) ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল­াম বিপদের সময় বলার কারণে এর গুরুতব ও মর্যাদা।








No comments:

Post a Comment